Views Bangladesh Logo

ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে আগুন, এক পরিবারের ৪ জন দগ্ধ

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ফ্ল্যাটে অগ্নিকাণ্ডে এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (২৭ মার্চ) ভোরে ধামরাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোকামটোলা এলাকায় চার তলা ভবনের নিচ তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

ধামরাই থানার উপপরিদর্শক হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

দগ্ধরা হলেন-ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া নুরুল ইসলাম (৫৫), তার স্ত্রী সুফিয়া বেগম (৫০), তাদের মেয়ে নিশরাত জাহান সাথী (২১) ও ছেলে আল হাদী সোহাগ (১৮)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে নুরুল ইসলামের ৪৮ শতাংশ, সুফিয়া বেগম ৮০ শতাংশ, সোহাগের ৩৮ শতাংশ ও নিশরাত জাহান সাথীর শরীরের ১৬ শতাংশ পুড়ে গেছে।

এসআই হুমায়ুন কবীর জানান, গতকাল দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সেহেরি রান্নার জন্য সিলিন্ডারের চুলায় আগুন জ্বালাতেই পুরো ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রতিবেশীরা জানিয়েছেন। ঘরের ভেতরের আসবাবপত্রসহ প্রায় সবকিছু পুড়ে গেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ