বগুড়ায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪
বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। এদের মধ্য একই পরিবারের তিনজন রয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় শেরপুরের ঢাকা-বগুড়া মহাসড়কের ধরমোকাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বান্ধাইল গ্রামের বাসিন্দা সেনা সদস্য আরিফুল ইসলাম (৩০), তার স্ত্রী মৌসুমী আক্তার (২৬), তাদের ছেলে সাইফুল ইসলাম (৫) ও অটোচালক সিরাজগঞ্জের তারাশ উপজেলার সেলুন গ্রামের বাসিন্দা নাসিম হোসেন (৩২)।
পুলিশ জানায়. দুর্ঘটনকবলিত অটোরিকশাটি সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি ট্রাক এসে অটোকে চাপা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহতরা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাসিন্দা কাওসার আলী (২২) ও বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা গ্রামের গোলাম (৫০)। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে শেরপুর থানার ওসি মো. রেজাউল করিম রেজা বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে