Views Bangladesh Logo

বেইলি রোডে আগুন

গ্রেপ্তার চারজন দুই দিনের রিমান্ডে

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুনের ঘটনায় গ্রেপ্তার চারজনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

শনিবার (২ মার্চ) সন্ধ্যায় তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক আবু আনছার সাত দিনের রিমান্ড আবেদন করেন।

পরে মহানগর হাকিম নুরুল হুদা চৌধুরী শুনানি শেষে তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই নিজামউদ্দিন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।

রিমান্ডে যাওয়া ব্যক্তিরা হলেন-ভবনটির নিচতলায় থাকা চা-কফির দোকান চুমুক রেস্তোরাঁর দুই মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান রিমন, কাচ্চি ভাই এর বেইলি রোড শাখার ব্যবস্থাপক জয়নুদ্দিন জিসান ও গ্রিন কোজি কটেজ ভবনের ব্যবস্থাপক মুন্সি হামিমুল আলম বিপুল।

শুনানিতে গ্রেপ্তারদের পক্ষ থেকে রিমান্ড বাতিল করে জামিন আবেদন করা হয়। তাদের আইনজীবীরা বলেন, তারা সাধারণ কর্মচারী ভবনের মালিক নন। এ ভবনে রেস্তোরাঁ দেওয়ার অনুমোদন ছিল কি না তা তাদের জানার কথা নয়।

এর আগে, হত্যাচেষ্টা ও অহবেলাজনিত মৃত্যুর অভিযোগে শুক্রবার (১ মার্চ) রাতে রমনা থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বাদি হয়ে এই মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, আগুনে পুড়ে যাওয়া গ্রিন কোজি কটেজের মালিক আমিন মোহাম্মদ গ্রুপ। ভবনটির ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন মুন্সি হামিমুল আলম। নিয়ম ভঙ্গ করে ভবনটিকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য ভাড়া দেওয়া হয়েছিল। আসামিরা অবৈধভাবে সেখানে রেস্টুরেন্ট খুলে ব্যবসা করছিলেন। রাজউকের দোকান পরিদর্শকদের 'ম্যানেজ' করে তারা এটা করেছিলেন।

আগুন লাগার কারণ হিসেবে এজাহারে বলা হয়, ভবনটির নিচ তলায় থাকা রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে পরে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। যথাযথ সাবধানতা অবলম্বন না করে গ্যাসের সিলিন্ডারগুলো সেখানে মজুদ করে রাখা হয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ