Views Bangladesh Logo

হবিগঞ্জে সালিশে দুপক্ষের সংঘর্ষে আহত ৪০

বিগঞ্জের লাখাইয়ে সালিশ চলাকালে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

গুরুতর আহতরা হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। দুজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (১ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার পূর্ব তেঘরিয়া দর্জি হাটিতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকার মজিদ মিয়া, ইকবাল মিয়া, হিরো মিয়া ও কামাল মিয়া ব্যবসার কারণে ঢাকার মিরপুরে বাস করেন। কয়েকদিন আগে সেখানে তুচ্ছ বিষয় নিয়ে মজিদের সঙ্গে হিরো ও কামালের মধ্যে হাতাহাতি হয়।

ঈদের ছুটিতে এলাকায় এলে সকালে মজিদ ও ইকবাল এবং হিরো ও কামালের পক্ষের লোকজনকে নিয়ে সালিশ বসে। এতে কথা কাটাকাটির জেরে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
 
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ