Views Bangladesh

Views Bangladesh Logo

জাবির ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ প্রদান

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩

আজ ৯ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরাম জাবির স্নাতক চূড়ান্ত পর্ব পরীক্ষায় সকল বিভাগের শীর্ষস্থান অধিকারী ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ প্রদান করেছে। 

বেলা ৩:০০ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন কক্ষে এই বৃত্তি ও সনদ প্রদান করা হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: নুরুল আলম, ভাইস চ্যান্সেলর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সভাপতিত্ব করেন ড. আহমেদ মুনিরুছ সালেহীন, সিনিয়র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিসিএস অফিসার্স ফোরাম।  

ফোরাম সাধারণ সম্পাদক জনাব মো: আ: আহাদ, ডিসি, ডিবি, ডিএমপি, স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে এই বৃত্তির পরিধি বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।  

আরো বক্তব্য রাখেন জনাব বজলুল কবির ভূইয়া, সাবেক কর কমিশনার ও কোষাধ্যক্ষ, জুবফ, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ ও জনাব আবদুল বাকী, সদস্য (সচিব) পরিকল্পনা কমিশন।

  বিশ্ববিদ্যালয়ের ৩৬ টি বিভাগের মোট ৪০ জন শিক্ষার্থীর প্রত্যেককে এককালীন ২০ হাজার টাকার চেক ও একটি সম্মাননা সনদ প্রদান করা হয়।  

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাঁদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জুবফকে ধন্যবাদ জানান এবং আগামিতে অনুরূপ কর্মসূচিতে অংশগ্রহণের সংকল্প ব্যক্ত করেন।  

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ