Views Bangladesh

Views Bangladesh Logo

ছিনতাই-ডাকাতি

মোহাম্মদপুরে অভিযানে আটক ৪৫

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ছিনতাই ও ডাকাতির সন্দেহে শনিবার মধ্যরাতে ৪৫ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেড়িবাঁধ, রায়ের বাজার, মোহাম্মদী হাউসিং সোসাইটিসহ আশেপাশের এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে।

মোহাম্মদপুর এলাকায় ছিনতাই ও ডাকাতির একাধিক ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে দেখা যাচ্ছে।

সন্ত্রাসমুক্ত এলাকার দাবিতে স্থানীয় বাসিন্দারা মোহাম্মদপুর থানার সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য তারা পুলিশকে তিন দিনের সময় বেঁধে দেন, তা না হলে থানা ঘেরাও কর্মসূচিতে যাবেন তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ