Views Bangladesh

Views Bangladesh Logo

মিয়ানমার থেকে কারাভোগ শেষে কক্সবাজার ফিরলেন ৪৫ বাংলাদেশি

District Correspondent

জেলা প্রতিনিধি

রবিবার, ৯ জুন ২০২৪

দীর্ঘদিন ধরে কারাভোগ শেষে মিয়ানমারের কারাগার থেকে বাংলাদেশে ফিরেছেন ৪৫ বাংলাদেশি। মিয়ানমারের জলসীমায় অবস্থানরত মিয়ানমার নৌবাহিনীর জাহাজ থেকে বাংলাদেশি জাহাজ কর্ণফুলী টাগ-১ এ করে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হয়।

রোববার (০৯ জুন) সকাল ৯ টা ৫০ মিনিটে জাহাজটি নোঙর করে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএর ঘাটে। এ সময় স্বজনদের চোখে দেখা যায় আনন্দাশ্রু।

উখিয়ার জালিয়া পালং থেকে আসা রাশেদা আক্তার বলেন, এগারো মাস ধরে আমার ছেলে মিয়ানমারে বন্দি ছিল। সে অবৈধ উপায়ে সাগরপথে মালেশিয়া গিয়েছিল। আজকে আসছে আমার ছেলে। ছেলের চেহারা দেখে চোখের জল ধরে রাখতে পারিনি তিনি।

আরেকজন স্বজন বেলাল উদ্দিন বলেন, আমার নিকটাত্মীয় ৬ জন এক  অবৈধ ভাবে মালেশিয়া যাওয়ার পথে আটক হয়। দীর্ঘদিন কারাভোগ করে মিয়ানমার কারাগারে। পরে সরকার তাদের ফিরিয়ে আনছে। আমাদের আনন্দের কোন শেষ নেই। খুব ভাল লাগছে।

এদিকে আজই বাংলাদেশি জাহাজ কর্ণফুলী টাগ-১ এ করে মিয়ানমারের জলসীমায় অবস্থানরত মিয়ানমার নৌবাহিনীর জাহাজে নিয়ে যাওয়া হবে মিয়ানমারের ১৩৪ সীমান্তরক্ষী বাহিনী বিজিপি এবং সেনা সদস্য। তারপর মিয়ানমারের জাহাজে তুলে দেওয়ার মাধ্যমে তাদের ফেরত পাঠানো হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ