নাটোরের বড়াইগ্রামে ৩ বাসে অগ্নিসংযোগ
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে পাম্পের পাশে দাঁড়িয়ে থাকা জিএম ট্রাভেলস পরিবহনের ওই তিনটি বাসে আগুন দেওয়া হয়।
এ সময় আগুন জ্বলতে দেখে পাম্প কর্মচারী ফায়ার সার্ভিসে খবর দেন। বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতা করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে