Views Bangladesh

Views Bangladesh Logo

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় বরিশালে ৪৯ জেলের কারাদণ্ড

District  Correspondent

জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদনদীতে অভিযান চালিয়ে তিন দিনে ৪৯ জেলেকে কারাদণ্ড দেয়া হয়েছে। এর পাশাপাশি জরিমানা আদায় করা হয় ৩ লাখ ৫৮ হাজার টাকা।

বিভাগীয় মৎস্য অফিস (ডিএফও) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে, গত ১৩ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত মোট ৪৫৫টি অভিযান চালানো হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে ৭২টি মামলা করা হয়। এই সময়ে ১৪৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৩ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরও জানা গেছে, ওই তিন দিনে বরিশাল বিভাগের ৯৫টি মৎস্য অবতরণ কেন্দ্র, ৭২৬টি মাছের ঘাট, ১ হাজার ৩৫৯টি মৎস্য খামার ও ৭৬৮টি বাজার পরিদর্শন করেছেন মৎস্য কর্মকর্তারা। পরিদর্শনকালে তারা ২ হাজার ৫৭০ কেজি ইলিশ মাছ এবং ১১ লাখ ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে।

এ ছাড়াও জানা গেছে, নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে ৩৯ হাজার ৫০০ টাকা আয় হয়েছে।

এ ব্যাপারে মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস বলেন, উপকূলের ৭ হাজার বর্গকিলোমিটারের প্রাথমিক প্রজনন এলাকাজুড়ে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা সফল করতে কর্তৃপক্ষ সচেতনতামূলক প্রচারণা এবং আইনি পদক্ষেপ উভয়ই ব্যবহার করছে। এ ছাড়া নিষেধাজ্ঞা চলাকালে বরিশাল বিভাগের ৬ জেলার ৩ লাখ ১৯ হাজার ৮৩০ জন জেলেকে ৭ হাজার ৯৯৬ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ