Views Bangladesh Logo

চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের ২৬ জেলার ৬০ উপজেলায় চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

৬০টি উপজেলা পরিষদের ১৮০টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৭২১ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মঙ্গলবার নির্বাচন কমিশনের দেয়া তথ্যানুযায়ী জানা যায়, ৬০টি উপজেলার ৫ হাজার ১৪৪টি ভোটকেন্দ্রে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১ কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৮২০ জন। এর মধ্যে ছয়টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে এবং বাকি উপজেলায় ব্যালট পেপার ভোট নেয়া হবে।

এই ধাপের নির্বাচনেও ভোটকেন্দ্রের নিরাপত্তায় ১৯ হাজার ৪৭৮ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও নির্বাচনি আচরণবিধি প্রতিপালন ও নির্বাচনি অপরাধের সংক্ষিপ্ত বিচার করতে মাঠে রয়েছে শতাধিক নির্বাহী ও ৬০ বিচারিক ম্যাজিস্ট্রেট।

তা ছাড়াও ভোটারদের নিরাপত্তায় পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেড় লাখ সদস্য মোতায়েন থাকার কথা জানায় ইসি। 

এদিকে গুরুত্ব বিবেচনায় ১৭টি উপজেলায় অতিরিক্ত ২৯ প্লাটুন বিজিবি, অতিরিক্ত র‌্যাব ১৪টি টিম, কোস্টগার্ড ৫ সেকশন ও অতিরিক্ত ১৬ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।






মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ