Views Bangladesh

Views Bangladesh Logo

কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ৫

District Correspondent

জেলা প্রতিনিধি

শুক্রবার, ১৭ মে ২০২৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যাওয়ার ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন ১৫ জন।

শুক্রবার (১৭ মে) ভোরে চৌদ্দগ্রামের বসন্তপুরে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মোহাম্মদ বদরুল হাসান রিয়াদ(২৬), টেকনাফের মোহাম্মদ হোসেন (৩০)। বাকী তিনজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশের মিয়াবাজার ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন বলেন, ঢাকা থেকে কক্সবাজারগামী রিলাক্স পরিবহন নামের বাসটি বসন্তপুর পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে বাসটির ৫ জন যাত্রী নিহত হন। আহত হয়েছেন ১৫ জন। আহতদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, দুর্ঘটনার সাথ সাথে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করি। হতাহতের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনার সময় বাসটির অনেক ঘুমে ছিলেন। বাসটি বেশ কয়েকটি পল্টি খেয়ে উল্টে যাওয়ায় হতাহতের সংখ্যা বেশি হয়েছে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, নিহত ৫ জনের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ