Views Bangladesh Logo

ভারতে ফ্লাইওভার থেকে বাস পড়ে নিহত ৫

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতের ওড়িশায় যাত্রীবাহী একটি বাস ফ্লাইওভার থেকে নিচে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ৩০ জনের বেশি। নিহতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। সোমবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় রাত ৯টার দিকে বারবাটি ব্রিজ থেকে পড়ে যায় বাসটি। কলকাতা অভিমুখী বাসটিতে এ সময় ৪০ জন যাত্রী ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা যায়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জাজপুর জেলার বারাবতীর কাছে জাতীয় সড়ক-১৬ ওপরে একটি ফ্লাইওভারে ওঠার সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে উদ্ধারকাজ শুরু হয়। যোগ দেন চিকিৎসক ও স্থানীয় কর্তৃপক্ষ।

দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তিনি মারা যাওয়াদের পরিবারকে তিন লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ