Views Bangladesh Logo

লেবাননে ইসরায়েলি হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৫

 VB  Desk

ভিবি ডেস্ক

লেবাননের দক্ষিণাঞ্চলে এক বাড়িতে ইসরায়েলি হামলায় শনিবার অন্তত পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। ওই হামলায় নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা ‘ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)’।

এনএনএ জানিয়েছে, শনিবার (৯ মার্চ) খিরবেত সেলম এলাকায় এক বাড়িতে হামলা চালানো হয়। এতে চারজনের একটি পরিবারের প্রত্যেকেই নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের মধ্যে এক অন্তঃসত্ত্বা নারী ও তাদের দুই সন্তান ও অন্য এক ব্যক্তি ছিলেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়, হামলায় বাড়িটি ধসে পড়ে। এতে এর কাছাকাছি বসবাসরত কমপক্ষে নয়জন আহত হয়।

ইসরায়েল ও ইরান-সমর্থিত লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের মিত্র গাজার হামাস গোষ্ঠির মধ্যে গত ৭ অক্টোবর থেকে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে লেবানন ও ইসরাইলের মধ্যে প্রায় প্রতিদিনই আন্তঃসীমায় সংঘর্ষ চলছে। এতে লেবাননের বিস্তৃত অঞ্চলেও সংঘাতের আশঙ্কা বাড়ছে।

এএফপির এক তথ্যমতে, ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে ৫৬ জন বেসামরিক নাগরিকসহ অন্তত ৩১২ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগ হিজবুল্লাহ যোদ্ধা। অন্যদিকে হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় ইসরায়েলের সামরিক বাহিনীর এক ডজনেরও বেশি সদস্য এবং পাঁচ বেসামরিক নিহত হয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ