Views Bangladesh Logo

সাভারে চাঁদা আদায়ের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ সদস্য আটক

সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে দূরপাল্লার গাড়ি থেকে চাঁদা আদায়েরর অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সদস্যকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।

শনিবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে সাভারের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাভার উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য ফজল্লে রাব্বি ,আসাদুজ্জামান টুটুল ,আকাইদ হোসেন, রাকিব, তানজিন ইসলাম। পরে পরিবারের জিম্মায় মুছলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

পুলিশ জানায়, সন্ধ্যায় পর থেকে বাইপাইল বাসস্ট্যান্ডে গাড়ির চাপ বেশি হয়। এ সময় কিছু ছেলে নিজেদের ভলেন্টিয়ার পরিচয় দিয়ে সবার সঙ্গে যানজট নিরসনে কাজ করছিলেন। সেই সময় কয়েকজন বাসের সুপারভাইজার থেকে বিভিন্ন অংকের টাকা আদায় করছিলেন। পরে তাদেরকে যৌথবাহিনী আটক করে পুলিশের হেফাজতে দেয়।

আটকের বিষয়টি স্বীকার করে নাম প্রকাশ না করার শর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র সহ-সংগঠক বলেন, আমরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিলাম। কিন্ত পাঁচজনকে আটক করে যৌথবাহিনী ও ট্রাফিক পুলিশ। পরে অনুরোধ করা হলে তারা পরিবারের জিম্মায় তাদেরকে ছেড়ে দেয়।

ঘটনাস্থলে উপস্থিত থাকা হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক আবিদ প্রধান বলেন, আমরা রাস্তা থেকে গাড়ি সড়িয়ে দেয়ার চেষ্টা করছিলাম। কিন্ত ছাত্ররা গাড়িগুলোকে আটকিয়ে সড়কে থামিয়ে রাখে। বাস থেকে টাকা আদায় করছিলেন তারা। পরে আমাদের স্যার বিষয়টি দেখেন।

তিনি আরও বলেন, আসলে তাদের নিয় কথা বলতে গেলে সমস্যা। বুঝেন তো চাকরি করি।

এ ব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত ওসি) মোস্তফা কামাল বলেন, অবৈধভাবে গাড়ি থেকে অর্থ আদায়ের জন্য তাদেরকে যৌথবাহিনী আটক করেছে। পরে ছাত্ররা অনুতপ্ত হলে ও চাঁদা আদায়ের অর্থ ফেরত দেয়ায় তাদেরকে মুচলেখা দিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়। তবে কি পরিমাণ টাকা ছিল তা জানা যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ