Views Bangladesh Logo

স্বল্প ও দীর্ঘমেয়াদি সুপারিশ নিয়ে ৫ সংস্কার কমিশনের মতবিনিময়

 VB  Desk

ভিবি ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেয়া প্রস্তাবিত স্বল্প ও দীর্ঘমেয়াদি সুপারিশ নিয়ে মতবিনিময় করেছে পাঁচ সংস্কার কমিশন। শুক্রবার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের কাছে ইতোমধ্যে যে কমিশনগুলো তাদের প্রতিবেদন জমা দিয়েছে, সেসব কমিশনের সুপারিশমালা পর্যালোচনা ও সমন্বয়ের জন্য কমিশন প্রধানদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় কমিশনগুলোর স্বল্প ও দীর্ঘমেয়াদি সুপারিশসমূহ নিয়ে আলোচনা হয়।

সভায় সংবিধান সংস্কার কমিশনের কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের কমিশন প্রধান সফর রাজ হোসেন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের কমিশন প্রধান ড. ইফতেখারুজ্জামান এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের কমিশন প্রধানের পক্ষে বিচারপতি এমদাদুল হক অংশগ্রহণ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ