Views Bangladesh

Views Bangladesh Logo

চাঁদপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

District  Correspondent

জেলা প্রতিনিধি

শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

ধিপত্য বিস্তারের বিরোধে চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপি ও সহযোগী সংগঠনের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যায় হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদে বিএনপি সমর্থক সরদার বাড়ি ও তোরাগড় গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা সংঘর্ষে বেশ কয়েকটি মোটরসাইকেল ও গাড়িতে আগুন দেওয়া হয়।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি মহিউদ্দিন জানান, সংঘর্ষে আহত হয়ে অন্তত ২০ থেকে ৫০ জন চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, শেখ হাসিনা সরকারের পতনের পর পরই হাজীগঞ্জ বাজার দখল করেন বিএনপির কর্মীরা। পরে চাঁদাবাজি, দখলদারি ও ক্ষমতার নিয়ন্ত্রণ ঘিরে বিএনপির সরদার বাড়ি ও তোড়াগড় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে হাজীগঞ্জ বাজারে হামলা চালায় তোরাগড় গ্রুপ। সর্দার বাড়ি গোষ্ঠী প্রতিরোধে এলে সংঘর্ষ বেধে যায়।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের চিকিৎসক মো. মাজহারুল ইসলাম জানান, সংঘর্ষে আহত ২৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ