Views Bangladesh Logo

কেএনএফ-এর ৫২ সদস্য ২ দিনের রিমান্ডে

বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় জড়িত পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গ্রেপ্তার ৫২ জনের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর আসামি লাল নুন বমকে (২৩) জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে পুলিশ আসামিদের বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোসাইনের আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন জানানো হলে, আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় জেলার রুমা ও থানচি থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ ও সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় নয়টি মামলা করা হয়। অভিযানে যৌথ বাহিনী এ পর্যন্ত ২০ নারীসহ ৭৩ জনকে আটক করেছে, যারমধ্যে ৬৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ