Views Bangladesh Logo

মধ্য আফ্রিকায় যাত্রীবাহী ফেরিডুবিতে ৫৮ জনের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

ধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে একটি যাত্রীবাহী ফেরিডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৮ জন নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনের বলা হয়েছে, শুক্রবার আফ্রিকার এই দেশটির রাজধানী বাঙ্গুইয়ের কাছে এমপোকো নদীতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ফেরিতে থাকা ৩০০ আরোহীর বেশিরভাগই অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যাচ্ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুর্ঘটনার ফুটেজে দেখা গেছে, ফেরিডুবির সময় নদীর তীরে যাওয়ার জন্য পানিতে ঝাঁপ দিচ্ছেন অনেকে।

এ দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী ফরাসি ভাষার সম্প্রচারমাধ্যম আরএফআইকে বলেন, ‘যা ঘটেছে তা ছিল ভয়াবহ। আমি এমন একটি পরিবারকে চিনি, যারা এই ট্র্যাজেডিতে সাতজন আত্মীয়কে হারিয়েছে।’

এ ব্যাপারে বেসামরিক সুরক্ষা বিভাগের প্রধান থমাস ডিজিমাসে স্থানীয় রেডিও গুইরাকে বলেন, উদ্ধারকারীরা পানি থেকে ৫৮টি মরদহে উদ্ধার করেছে।

এদিকে জানা গেছে, ফেরিডুরি ঘটনায় বেঁচে যাওয়া অনেকে বাঙ্গুইয়ের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ