Views Bangladesh

Views Bangladesh Logo

Mother Language Festival - 1430

জাবিতে শুরু হয়েছে ৫ দিনব্যাপী মাতৃভাষা উৎসব

JU Correspondent

জাবি প্রতিনিধি

শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

ভাষার মাস উদযাপনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে ৫ দিনব্যাপী মাতৃভাষা উৎসব৷ ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের উৎসব যৌথভাবে আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শাখা ও ইন্ডিজেনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন।

বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জাবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী ও ইন্ডিজেনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ডেভিড বমের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে উৎসবের প্রথম পর্ব শুরু হয়। অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন জাবির তেলেগু ভাষী কর্মচারী প্রতিনিধি আপ্পারাও।

অনুষ্ঠানের প্রথম দিন বিভিন্ন নৃগোষ্ঠীর নৃত্য ও গানের আয়োজন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জাতিগোষ্ঠী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, প্রাকৃতিক বৈচিত্র্যময়তায় ঘেরা আমাদের এই বাংলাদেশে বহু সংস্কৃতির মিলন যেন প্রকৃতির মতোই বৈচিত্র্যময়। ৫৬ হাজার বর্গ মাইলের এই ছোট বাংলাদেশে ৪১ টি ভাষার সন্ধান পাওয়া যায়। সকলে নিজ নিজ মাতৃভাষায় নিজের মনের ভাব প্রকাশ করে থাকে। মাতৃভাষা এমন এক বিষয়, যার সঙ্গে জড়িয়ে আছে জাতির জাতিত্ব। এ সম্পদ হারিয়ে গেলে মানুষ আপন স্বাতন্ত্র ভুলে দাসত্বের নিগড়ে আবদ্ধ হয়।

প্রতিটি ক্ষেত্রে মাতৃভাষা অপরিসীম গুরুত্ব বহন করে উল্লেখ তারা আরও বলেন, মাতৃভাষা ব্যক্তিজীবনে যেমন ব্যক্তির মনোভাব, আশা-আকাঙ্কা ঘটায়; তেমনি জাতীয় জীবনেও এটা একটা জাতিকে আপন পরিচয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিষ্ঠা করে। তাই ব্যক্তি, সমাজ, জাতি, রাষ্ট্র- যাই হোক না কেন, প্রতিটি ক্ষেত্রে মাতৃভাষা অপরিসীম গুরুত্ব বহন করে।

বাংলা ভাষার গৌরবময় ইতিহাস তুলে ধরার পাশাপাশি তারা আরও বলেন, কালের বিবর্তনে বাংলাদেশে ‘বাংলা ভাষা’ দাপুটে ভাষা হয়ে উঠলেও, এখানে ৪৫টি জাতিসত্তার প্রায় ৩০ লাখ লোক রয়েছে। যাদের প্রত্যেকেরই রয়েছে নিজস্ব ভাষা, যা নানা কারণে বিপন্ন, বিলুপ্তির পথে। পৃথিবীব্যাপী হাজারও ভাষার মাঝে ‘দাপুটে ভাষার’ অবস্থান প্রমাণ করে পৃথিবীর বিভিন্ন জাতি, জাতিগোষ্ঠীর নিপীড়িত ভাষাসমূহ কত অসহায়, বিপন্ন, হৃতবল।

এদিকে আজ উৎসবের দ্বিতীয় দিন থাকছে ইউসুফ হাসান অর্কের নির্দেশনা এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রযোজনা 'চাঁন মহুয়ার কিসসা'। তৃতীয় দিন শিক্ষার্থীদের অংশগ্রহণে হবে কনসার্ট। চতুর্থ দিনে থিয়েটার দল 'অন্তর্যাত্রা' প্রযোজনায় নাটক 'বনপাংশুল'। উৎসবের শেষ দিন বিকেল ৫টা থেকে থাকছে ভাষা মতিন বক্তৃতামালা। এ ছাড়াও ফিল্ম স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে শেষ হবে এবারের মাতৃভাষা উৎসব।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ