Views Bangladesh

Views Bangladesh Logo

কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি

District  Correspondent

জেলা প্রতিনিধি

সোমবার, ৮ জুলাই ২০২৪

গুড়ায় গতকাল রোববার (৭ জুলাই) রথযাত্রার সময় ঘটা দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিএম ইমরুল কায়েসকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আগামী ১০ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।

রোববার বিকেলে রথযাত্রা উপলক্ষ্যে অংশগ্রহণকারী সনাতন ধর্মাবলম্বীরা রথ নিয়ে বগুড়া শহরের সেউজগাড়ি এলাকায় পৌঁছালে, রথচূড়ার ধাতব অংশের সঙ্গে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৪৬ জন বিদ্যুতায়িত হন।

রথযাত্রায় অংশ নেয়া অনন্ত কুমার রায় ও শুভ প্রামাণিক জানান, সেউজগাড়ি এলাকায় রথের গম্বুজ বা চূড়ার সঙ্গে সড়কের ওপরে থাকা বৈদ্যুতিক তারের সংযোগ ঘটে। এর আগে বুঝতে পেরে চালক রথ নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। কিন্তু সামনে থাকা লোকজন দড়ি ধরে রথ টানছিলেন। এতে রথ নিয়ন্ত্রণ করতে পারেননি চালক। ফলে বৈদ্যুতিক তার ও রথের চূড়ায় থাকা ধাতব অংশের সংস্পর্শে দুর্ঘটনাটি ঘটে। এসময় রথে থাকা লোকজনসহ আশপাশে অবস্থান করা অনেকে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

রথযাত্রার পর সন্ধ্যা আরতি শেষে বাড়ি ফেরার কথা থাকলেও আহতরা এখন হাসপাতালে কাতরাচ্ছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আর নিথর দেহে পাঁচজন রয়েছেন হাসপাতালের মর্গে। তাদের মধ্য তিনজন নারী। অন্য দুজন পুরুষ।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও মোহাম্মদ আলী হাসপাতাল সূত্রে জানা গেছে, রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে আহত অবস্থায় ৪১ জন চিকিৎসাধীন। তাদের মধ্য শজিমেক হাসপাতালে রয়েছেন ৩৮ জন। আর মোহাম্মদ আলী হাসপাতালে রয়েছেন ৩ জন।

মৃতরা হলেন- বগুড়া সদরের তিনমাথা রেলগেট এলাকার আতসী রানী (৪০), বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল গ্রামের রনজিতা (৬০), আদমদীঘির কুণ্ডুগ্রামের নরেশ মোহন্ত (৬০), শিবগঞ্জের কুলুপাড়া গ্রামের অলোক কুমার (৪২) ও সারিয়াকান্দির শাহপাড়ার জলি রানী (৩৫)।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ