Views Bangladesh Logo

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন

 VB  Desk

ভিবি ডেস্ক

রিদপুরে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে স্থানীয় প্রশাসন।

জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান তালুকদার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতদের পরিবার প্রতি পাঁচ লাখ টাকা এবং আহতদের তিন লাখ টাকা করে দেওয়া হবে। এর পাশাপাশি দাফনের জন্য ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ছয় নারী ও দুই শিশুসহ ১৪ জন নিহত হন। হতাহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন।

জানা গেছে, এ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১১ জন এবং হাসপাতালে নেয়ার পর তিনজন মারা যান। নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন ছিলেন। এ ঘটনায় আহতদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ