Views Bangladesh Logo

বগুড়ায় পাঁচ বছরের শিশুকে গলা কেটে হত্যা

গুড়া সদরে বন্ধন সরকার (৫) নামে এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ঘোড়াধাপ শশীপতনী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বন্ধন সদরের পীরগাছা এলাকার রবি দাসের ছেলে।

বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের আত্মীয় অনন্ত কুমার দাস জানান, গত ১৬ এপ্রিল বন্ধনের মা কাকলী রানী ছেলেকে নিয়ে শশীপতনী এলাকায় গৌরাঙ্গ নামে তার এক মামার বাড়িতে বেড়াতে যান। সেখানেই বন্ধনকে হত্যা করা হয়েছে। 

এটিএসআই লালন হোসেন জানান, গলাকাটা অবস্থায় বন্ধনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জানতে চাইলে বগুড়া সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান মিজান জানান, শিশুটি তার মা কাকলীর মামার বাড়িতে খুন হয়েছে। এ ঘটনার পর থেকেই ওই বাড়ির সবাই পলাতক রয়েছেন। 

তিনি আরও বলেন, “মায়ের মামাবাড়িতে খুন হওয়ায় স্থানীয়রাও এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারছেন না। আমরা চেষ্টা করছি হত্যার কারণ জানতে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটকও করা যায়নি।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ