Views Bangladesh

Views Bangladesh Logo

মোহাম্মদপুরে নিরাপত্তা বাহিনী পরিচয়ে ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেপ্তার

Senior  reporter

সিনিয়র রিপোর্টার

রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

রাজধানীর মোহাম্মদপুরে নিরাপত্তাকর্মী পরিচয় দিয়ে ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান জানান, মোহাম্মদপুরের একটি অ্যাপার্টমেন্টে ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালঙ্কার লুটের মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (১৩ অক্টোবর) ভোররাত তিনটা ৪৫ মিনিটের দিকে টিন রাস্তা মোড়ের পাশে ‘আবু কোম্পানি বিল্ডিং’ এর দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, সেনাবাহিনী ও র‌্যাবের মতো ইউনিফর্ম পরা আট থেকে ১০ জন অস্ত্র উদ্ধার অভিযানের কথা বলে তাদের বাড়িতে ঢোকে। তারা আসবাবপত্র ভাংচুর এবং কয়েকটি আলমারি থেকে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ