জুলাই বিপ্লবে আহত ৬ জনকে পাঠানো হলো থাইল্যান্ডে
উন্নত চিকিৎসার জন্য জুলাই বিপ্লবে আহত ছয়জনকে থাইল্যান্ডে পাঠানো হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশ ছাড়েন তারা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, জুলাই বিপ্লবে আহতদের উন্নত চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। তাদের যথাযথ চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক দল আনার পাশাপাশি যাদের বিদেশে নেয়ার প্রয়োজন, তাদেরকেও পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত মোট ২২ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ছয়জনকে থাইল্যান্ডে পাঠানো হলো।
থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো ছয়জনের মধ্যে তিনজন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এবং তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সিএমএইচে চিকিৎসাধীনরা হলেন মোহাম্মদ ইসরাফিল (১৫), রোমান ধালি (১৭) এবং তাহসিন হোসেন (১৩)। তারা সবাই জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন। মোহাম্মদ ইসরাফিলের বাম হাতে গুলি লাগে, যার ফলে তার হাতের নার্ভ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় এবং হাড় ভেঙে যায়। তাকে মূলত রোবটিক ফিজিওথেরাপি দেয়ার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়।
পিঠে গুলিবিদ্ধ হন রোমান ধালি ও তাহসিন হোসেন। এর ফলে মেরুদণ্ডে মারাত্মক আঘাত লাগায় তারা হাঁটতে পারছেন না। রোবোটিক ফিজিওথেরাপির জন্য তাদেরকে সেখানে পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাজিব (৩৬) মাথায় গুলিবিদ্ধ হন। অস্ত্রোপচারের পরও তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে থাইল্যান্ডে পাঠানো হয়েছে। মিজানুর রহমান মুখে গুলিবিদ্ধ হন, যার ফলে তার মুখের গঠন পরিবর্তিত হয়ে যায়। অস্ত্রোপচারের প্রয়োজন হওয়ায় তাকেও পাঠানো হয়েছে।
এ ছাড়াও জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন হাফিজুর রহমান হাবিব। তার মেরুদণ্ডে লাগা গুলিতে আহত হন তিনি। তাকেও রোবটিক ফিজিওথেরাপি দেয়ার জন্য থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুর হাসপাতালে পাঠানো হয় ইমরান হোসেন ও মহিউদ্দিনকে। এর আগে একই কারণে আরও সাতজনকে সিঙ্গাপুর পাঠানো হয়েছিল।
দেশ ছাড়ার আগে বিমানবন্দরে উপস্থিত থেকে আহতদের বিদায় জানান স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে