Views Bangladesh Logo

জাবি ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার, ৩ জনকে অব্যাহতি

 VB  Desk

ভিবি ডেস্ক

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের সাবেক ও বর্তমান ছয় নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আরও তিন নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষর করা দুটি আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলো--জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক যোবায়ের আল মাহমুদ ও নাইমুর রহমান (কৌশিক), সদস্য আবদুল গাফফার ও আল ইমরান, রফিক-জব্বার হলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের মারজুক এবং মীর মশাররফ হোসেন হলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই ছয়জনকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য নিশাত আবদুল্লাহ, শামসুজ্জামান সায়েম ও হাসিব বিন আবদুল হাইকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের এ তিনজনের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়।

উল্লেখ্য, ৮ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী জহির উদ্দিনকে আহ্বায়ক ও দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াসিম আহমেদকে সদস্যসচিব করে ১৭৭ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।

এরপর বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ছাত্রদলের নবগঠিত কমিটির পরিচিতিমূলক সভা ছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ