Views Bangladesh Logo

শ্রীলঙ্কায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৬ সেনা সদস্য নিহত

শ্রীলঙ্কায় একটি হেলিকপ্টার দুর্ঘটনায় ছয়জন সেনা সদস্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী। মধ্য শ্রীলঙ্কার মাদুরু ওয়া জলাধারে আছড়ে পড়া বেল ২১২ মডেলের হেলিকপ্টারটিতে ১২ জন সেনা সদস্য ছিলেন।

শুক্রবার (৯ মে) শ্রীলঙ্কা বিমান বাহিনীর মুখপাত্র গ্রুপ ক্যাপ্টেন এরান্ডা গিগানাগে জানান, উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর ছয়জন মারা যান।

ক্যাপ্টেন এরান্ডা রয়টার্সকে বলেন, ‘হেলিকপ্টারটি একটি পাশিং আউট প্যারেডের সময় গ্র্যাপলিং মহড়ায় অংশ নিচ্ছিল। আহতদের মধ্যে চারজন স্পেশাল ফোর্সের সদস্য ও দুজন বিমান বাহিনীর গানার ছিলেন। তবে বাকি ছয়জন যাত্রী গুরুতর আঘাত এড়িয়ে বেঁচে যান।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ