Views Bangladesh Logo

রাশিয়ায় কনসার্টে বন্দুক হামলা ও বোমা বিস্ফোরণ, নিহত ৬০

 VB  Desk

ভিবি ডেস্ক

রাশিয়ার রাজধানী মস্কোতে এক কনসার্টে বন্দুক হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন রাশিয়ার তদন্ত কমিটির এক মুখপাত্র।

ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মস্কোর ক্রাসনোগরস্ক শহরের ক্রোকাস সিটি হলের ওই কনসার্টে বন্দুকধারীদের হামলায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন।

ঘটনাস্থলে থাকা সংবাদমাধ্যম আরআইএ নভোস্তির এক সাংবাদিক জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় ছদ্মবেশে হামলাকারীরা ওই হলের ভেতরে ঢুকে গুলি চালায় এবং গ্রেনেড বা দাহ্য বোমা নিক্ষেপ করে। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

মস্কোর গভর্নর আন্দ্রে ভরোবিয়োভকে উদ্ধৃত করে বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, আহত প্রাপ্তবয়স্ক ১১০ জন ও পাঁচ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ওই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে আইএস জানায়, রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠে ক্রাসনোগোরস্ক শহরে খ্রিস্টানদের একটি বিশাল জনসমাগমে তারা হামলা চালায়। এতে শত শত মানুষ নিহত ও আহত হয়। নিরাপদে তাদের ঘাঁটিতে ফিরে যাওয়ার আগে স্থানটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় আইএস যোদ্ধারা।

এ ঘটনাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ বলে অভিহিত করেছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন।

এক বিবৃতিতে তিনি বলেছেন, ক্রোকাস সিটি সেন্টারে ভয়ানক ট্র্যাজেডি ঘটেছে। নিহতদের স্বজনদের প্রতি আমার সমবেদনা। এ ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ