৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বৃষ্টির আভাস
পরবর্তী আট ঘন্টার মধ্যে দেশের ৯ জেলায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে জানানো হয়েছে, ঝড়টি বুধবার (২২ মে) রাত ১টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার (২১ মে) দুপুর ৩টা থেকে বুধবার রাত ১টার মধ্যে পশ্চিম ও উত্তর-পশ্চিম অঞ্চল থেকে ধেয়ে আসা ঝড়টি পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলা অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে।
এতে আরও বলা হয়, এ সময় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
এ জন্য ঝুঁকিপূর্ণ এলাকার সব নদীবন্দর সমূহকে বিপদ সংকেত ১ নম্বর দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে