বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০ লাখ হেক্টর ফসলি জমি: উপদেষ্টা ফারুক
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই আজম জানিয়েছেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় ৬০ লাখ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং কমপ্লেক্সে ১১টি আধুনিক গাড়ি হস্তান্তর করেন উপদেষ্টা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
১৭ সেপ্টেম্বর, দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার প্রায় এক মাস পর, ফারুক জানান, প্রাকৃতিক ওই দুর্যোগে ক্ষতির পরিমাণ ১৪ হাজার ২৬৯ কোটি টাকা এবং ক্ষতিগ্রস্ত হন নয় লাখ ৪২ হাজার ৮১১ জন, যার মধ্যে ৭৪ জন নিহত হন।
তবে, ৬ অক্টোবর সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সমীক্ষা প্রতিবেদনে বলেছে, সাম্প্রতিক বন্যায় পূর্বাঞ্চলের ১১টি জেলায় আনুমানিক ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষতি হয়েছে।
তারা বলেছে, কৃষিখাত বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। খাদ্য নিরাপত্তাকে প্রভাবিত করে এবং সঠিকভাবে মোকাবেলা না করলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা আরও চ্যালেঞ্জিং করে তোলে।
উপদেষ্টা আজম বলেন, 'এটা সত্য যে, বন্যার কারণে খাদ্যের ঘাটতি হয়েছে। আমি বেশ কয়েকটি বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছি। যদিও এই ঘাটতি রাতারাতি পূরণ করা সম্ভব নয়। আমরা দ্রুত খাদ্য সরবরাহের চেষ্টা করছি'।
"সাম্প্রতিক বন্যার তীব্রতা ভিন্ন। আগে বন্যার পানি ধীরে ধীরে বাড়ত। কিন্তু এখন একদিনে ৫০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আমাদের নদী-খালগুলো একদিনে এতো পানি ধরে রাখতে পারে না। সরকার আন্তরিক। সেগুলে খনন এবং প্রতিবন্ধকতা দূর করে জনগণের জন্য স্বস্তি নিয়ে আসা হবে'- যোগ করেন তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে