Views Bangladesh Logo

আরও ৬ হাজার ডাক্তার নিয়োগ হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

সারাদেশে স্বাস্থ্য প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের জন্য আরও ছয় হাজার ডাক্তার নিয়োগ করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। প্রথম পর্যায়ে দুই হাজার ডাক্তার নিয়োগের প্রস্তাব স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্যসেবা বিভাগে পাঠানো হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

আজ রোববার (৯ জুন) জাতীয় সংসদে ৭১ক বিধিতে এমপিদের দেওয়া নোটিসের জবাবে লিখিত বিবৃতিতে এ তথ্য জানান সামন্ত লাল সেন।

সংসদে সরকারদলীয় বরগুনা-২ আসনের এমপি সুলতানা নাদিরা, সংরক্ষিত এমপি পারভীন জামান ও স্বতন্ত্র এমপি ছানোয়ার হোসেন ছানু লিখিত নোটিশে নিজ নিজ নির্বাচনী এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল নিয়োগ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বরাবর নোটিস প্রদান করেন।

জবাবে লিখিত বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন জানান, সারাদেশের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে ডাক্তারদের শূন্য পদ পূরণের জন্য ছয় হাজার নতুন ডাক্তার (এমবিবিএস ও ডেন্টাল) নিয়োগ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সে জন্য একপর্যায়ে দুই হাজার ডাক্তার নিয়োগের জন্য একটি প্রস্তাব স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্যসেবা বিভাগে পাঠানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ