Views Bangladesh Logo

জাপানের ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

 VB  Desk

ভিবি ডেস্ক

জাপানের রাজধানী টোকিও’র দক্ষিণে প্রশান্ত মহাসাগরের ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জের কাছে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ভূমিকম্পের দেশটিতে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।

জাপানের আবহাওয়া সংস্থার (জেএমএ) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা সিনহুয়া।

প্রাথমিকভাবে জানানো হয়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬।

আবহাওয়া সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টা ৩৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল হাহাজিমা দ্বীপে ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে। এতে সুনামির কোনো হুমকি নেই।

এ ঘটনায় সেখানে তাৎক্ষণিক হতাহত বা বড় ধরনের ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ