দিল্লি এনসিআর থেকে গ্রেপ্তার ৭ বাংলাদেশি
ভারতের দিল্লি-এনসিআর থেকে ধরা পড়েছেন সাত বাংলাদেশি নাগরিক। তারা প্রত্যেকেই বাংলাদেশ সীমান্তে নদীপথে সাঁতার কেটে অবৈধভাবে ভারতে এসেছিলেন বলে পুলিশ সূত্রে জানা যায়। যার মধ্যে একজন ১৫ বছর বয়সী নাবালিকাও রয়েছে।
ইতোমধ্যে এফআরআরও (ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস) এর সামনে হাজির করে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। বর্তমানে সকলকে ডিটেনশন কেন্দ্রে পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
সোমবার (১৭ মার্চ) পূর্ব জেলার বিশেষ এক অভিযানে এনসিআরে অবৈধভাবে বসবাসকারী সাত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের একটি দল। অভিযুক্তরা হলেন- দিলওয়ার খান, বিউটি বেগম, রফিকুল, তৌহিদ, মোহাম্মদ আজহার, জাকির মালিক এবং ১৫ বছর বয়সী এক নাবালিকা। তাদের অন্য কোনো সঙ্গী এখানে বাস করে কি না তা জানার চেষ্টা করা হচ্ছে।
জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত দিলওয়ার নিজেকে পশ্চিমবঙ্গের নাগরিক বলে দাবি করতে শুরু করেন। তবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অভিযুক্ত দিলওয়ার খান স্বীকার করেন যে, তিনি একজন বাংলাদেশি নাগরিক। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে, দিল্লি-এনসিআর থেকে আরও ছয়জন নাগরিককে গ্রেপ্তার করা হয়। তারা নদী পার হয়ে সীমান্ত অতিক্রম করে এবং তারপর ছত্রভঙ্গ হয়ে যায়।
এ ব্যাপারে দিল্লি পুলিশের ডিসিপি অভিষেক ধনিয়া জানিয়েছেন, নিজেদের পরিচয় গোপন রাখতে তারা বিভিন্ন স্থানে বসবাস করতেন। ইতোমধ্যে এই সাতজন অবৈধ বাংলাদেশি নাগরিকের নির্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে।
উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরে দিল্লি-এনসিআর অঞ্চলে অবৈধ বাংলাদেশিদের গ্রেপ্তারে চলছে অভিযান। আগামী দিনেও এই অভিযান চলবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে