Views Bangladesh Logo

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের মারামারিতে আহত ৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপের মারামারিতে ৭ শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বাংলামোটরে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহতরা হলেন— ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান সরকার (২১), তেজগাঁও কলেজের শিক্ষার্থী জান্নাতুল মিম (২২), আবরার (২২), আল আমিন (২৫), আফসার উদ্দিন(২৫), জাতীয় কবি নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী আসিফ (২৪) ও ডেমরা বড় মাদ্রাসার ছাত্র মাসুদ (২৪)।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘বাংলামোটর থেকে কয়েকজন শিক্ষার্থী আহত অবস্থায় জরুরি বিভাগে এসেছে। তাদের সবার চিকিৎসা চলছে।’

জানা যায়, গত ২০ জানুয়ারি ডেমরা থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মেলন হয়। সেখানে যোগ্যদের মূল্যায়ন করা হয়নি এমন অভিযোগ ওঠে। ফলে পদবঞ্চিতরা দুপুর থেকেই অবস্থান নিতে থাকেন কেন্দ্রীয় কার্যালয়ে। আর অবস্থান নেয়া কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠে ডেমরা থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বিরুদ্ধে।

আহত আল আমিন সাংবাদিকদের বলেন, ‘যাত্রাবাড়ী জোনের সমন্বয়কদের একটি মতবিনিময় সভা ছিল। এ সময় সমন্বয়কদের উপস্থিতিতে তাদের সামনে আমাদের একজন সহযোদ্ধার উপর হামলা হয়। আজ কেন্দ্রীয় কার্যালয় এই বিষয় নিয়ে কথা বলতে এলে নাঈম, আসাদ বিন রনি, রিফাত রশিদ, শিমুল ও হৃদয়ের নেতৃত্বে আমাদের উপরে হামলা করা হয়। এতে আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা গুরুতর আহত হয় বর্তমানে জরুরি বিভাগে তারা চিকিৎসা নিচ্ছে।’

তবে এ বিষয়ে জানতে চেয়ে ভিউজ বাংলাদেশের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক কেন্দ্রীয় সমন্বয়ককে ফোন দিলেও তাদের পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ