Views Bangladesh Logo

রাশিয়ায় সেতু থেকে বাস নদীতে পড়ে নিহত ৭

 VB  Desk

ভিবি ডেস্ক

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে সেতু থেকে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। এতে আরও ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (১০ মে) দেশটির জরুরি মন্ত্রণালয়ের স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। বার্ত সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা যায়।

রুশ তদন্তকারী কমিটি জানিয়েছে, বাসটিতে ২০ জনের মতো যাত্রী ছিল।

বাসটি দুর্ঘটনার কবলে পড়লে স্থানীয়রা ওই নদীতে নেমে উদ্ধার কাজে অংশ নেয়। এ ঘটনায় স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বাসটি আচমকা দিক পরিবর্তন করে এবং নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে প্রায় সম্পূর্ণ ডুবে যায়।

এ ঘটনায় ওই বাসের চালককে আটক করা হয়েছে বলে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ