পাকিস্তানে বাড়িতে ঢুকে ৭ শ্রমিককে হত্যা
পাকিস্তানে একটি বাড়িতে ঢুকে গুলি করে সাত শ্রমিককে হত্যা করল জঙ্গিরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সময় শনিবার রাত ১০টার দিকে প্রদেশটির পাঞ্জগুর জেলায় এ হামলার ঘটনা ঘটে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নিহতরা পূর্ব পাঞ্জাব প্রদেশের নির্মাণ শ্রমিক ছিলেন।
পাঞ্জগুরের সিনিয়র পুলিশ সুপার সৈয়দ ফাজিল শাহ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, স্থানীয় সময় শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে প্রদেশটির পাঞ্জগুর জেলায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শ্রমিক।
তিনি আরও বলেন, শ্রমিকরা অস্থায়ীভাবে কাজের জন্য স্থানীয় এক ঠিকাদারের বাড়িতে অবস্থান করছিলেন।
সিনিয়র পুলিশ সুপার জানান, ঘটনার পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এদিকে এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
এই হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীকে দোষীদের বিচারের আওতায় আনতে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
শাহবাজ শরিফকে উদ্ধৃত করে পাক প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে