Views Bangladesh

Views Bangladesh Logo

সাজেকে আটকা পড়েছে ৭০০ পর্যটক

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ৩ জুলাই ২০২৪

খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে আকস্মিক বন্যায় সড়ক ডুবে যাওয়ায় ঘটনা ঘটেছে। এর ফলে সাজেকে প্রায় ৭০০ পর্যটক আটকা পড়েছে বলে জানা গেছে।

গত কয়েক দিনের বৃষ্টিতে আকস্মিক বন্যায় খাগড়াছড়ি ও রাঙামাটি উপজেলার সাজেক ও লংগদুর সাথে মধ্যবর্তী সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। ফলে জনপ্রিয় পর্যটন স্পট সাজেক থেকে ঢাকা বা চট্টগ্রামে যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

সাজেক রিসোর্ট কটেজ ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব রাহুল চাকমা জন বলেন, বৃষ্টির কারণে বাঘাইহাটের রাস্তা তলিয়ে গেছে এবং যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, ‘গতকাল প্রায় ৭০টি গাড়ি সাজেকে এসেছিল। বর্তমানে প্রায় ৭০০ পর্যটক সাজেকে আটকা পড়েছে।’

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, বৃষ্টি ও আকস্মিক বন্যায় খাগড়াছড়ি থেকে রাঙামাটির সাজেকের মধ্যবর্তী সড়ক ও লংগদু পানিতে তলিয়ে গেছে। এছাড়া খাগড়াছড়ির দীঘিনালা ও বাঘাইছড়ির বাঘাইহাট বাজারসহ বেশ কয়েকটি সড়কও তলিয়ে গেছে।

তিনি আরও জানান, রাস্তা থেকে পানি সরে গেলে পর্যটকরা ফিরে আসতে পারবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ