মালয়েশিয়ায় অভিযানে ৭১ বাংলাদেশিসহ আটক ১৭৬
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় অভিযান চালিয়ে ৭১ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এই অভিযানে মোট ১৭৬ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।
কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান সাউপি ওয়ান ইউসুফ জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা বৈধ ভ্রমণ নথি না থাকার পরও মালয়েশিয়ায় অবস্থান করছিলেন এবং অতিরিক্ত সময় ধরে দেশটিতে অবস্থান করছিলেন।
ওয়ান সাউপি আরও জানান, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে গতকাল সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিয়ানমার, ইন্দোনেশিয়া, নেপাল, পাকিস্তান, মিসর এবং সুদানের নাগরিক রয়েছেন।
জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদেরকে কুয়ালালামপুর ইমিগ্রেশন সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে