Views Bangladesh Logo

পেরুতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির ঝুঁকি নেই

 VB  Desk

ভিবি ডেস্ক

পেরুতে ৭.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। তবে ভূমিকম্পের পরে সুনামির ঝুঁকি নেই বলে জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র। যদিও প্রথমে দেশটির কিছু উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। পরে তা প্রত্যাহার করা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিসি) অনুযায়ী, শুক্রবার রাতে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল দক্ষিণ পেরুর উপকূলে ২৮ কিলোমিটার (১৭ মাইল) গভীরে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, এ শক্তিশালী ভূমিকম্পটি দেশটির আতিকুইপা জেলা থেকে ৮ কিলোমিটার (৫ মাইল) পশ্চিমে আঘাত হানে। আর এই জেলাটি পেরুর রাজধানী লিমা শহর থেকে প্রায় ৬০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।


আতিকুইপার কিছু বাসিন্দা সোশ্যাল মিডিয়ায় জানান, তারা একটি শক্তিশালী এবং দীর্ঘক্ষণ ভূমিকম্প অনুভব করেছিল। সে সময় তাদের বিছানা কাঁপছিল।

এ ছাড়াও আতিকুইপা জেলার নিকটবর্তী শহর কারাভেলির সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভূমিকম্পের সময় একটি আবাসিক এলাকার রাস্তা প্রবলভাবে কাঁপছে এবং সে সময় বাসিন্দারা যার যার ঘর থেকে বেরিয়ে আসছে।

এ ঘটনায় আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তাদের মধ্যে পাঁচজনকে আইকা অঞ্চলের দুটি হাসপাতালে এবং বাকী তিনজনকে দক্ষিণ-পশ্চিম পেরুর পার্শ্ববর্তী আরেকুইপা অঞ্চলের একটি হাসপাতালে চিকিৎসাসেবা দেয়া হয়।

তবে ভূমিকম্পের ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানান দেশটির প্রধানমন্ত্রী গুস্তাভো আদ্রিয়ানজেন।

এ ব্যাপারে রেডিও আরপিপিকে প্রধানমন্ত্রী আদ্রিয়ানজেন বলেন, ‘আমরা কেবল প্রাথমিক প্রতিবেদনগুলো বিশ্লেষণ শেষ করছি। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী কোনো মৃত্যু নেই। সেই সঙ্গে আমরা ক্ষতিগ্রস্ত অবকাঠামোর উপর আঘাত হানা ভূমিকম্পের প্রভাব পর্যবেক্ষণ করছি।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ