Views Bangladesh Logo

ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরেছেন ৭ হাজার ৪১৪ হাজি

 VB  Desk

ভিবি ডেস্ক

সৌদি আরবে হজ পালন শেষে এখন পর্যন্ত ২০টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৭ হাজার ৪১৪ জন হাজি। গত বৃহস্পতিবার (২০ জুন) সৌদি আরব থেকে দেশে ফেরা শুরু করেন তারা। রোববার (২৩ জুন) রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত এইসংখ্যক হজযাত্রীরা দেশে ফেরেন।

রোববার (২৩ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রে এ তথ্য জানা যায়। হজ ব্যবস্থাপনা পোর্টালের দেয়া তথ্যমতে, এখন পর্যন্ত মোট ২০টি ফিরতি ফ্লাইটে দেশে ফেরেন এই হাজিরা।


এই ২০ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ছিল ৬টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৭টি। সর্বশেষ ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে দেশে ফিরবে আগামী ২২ জুলাই। এর আগে ২০ জুন থেকে শুরু হয় হজের প্রথম ফিরতি ফ্লাইট।

হজ ব্যবস্থাপনা পোর্টাল সূত্রে আরও জানা যায়, এ বছর পবিত্র হজ পালন করতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী সৌদি আরবে যান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৯৫ জন হাজি যান।

এদিকে সেখানে যাওয়ার পর ৩৫ জন বাংলাদেশির মৃত্যু হয়। তাদের মধ্যে মক্কায় ২৮ জন, মদিনায় ৪, জেদ্দায় ১ এবং মিনায় ২ জন মারা যান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ