Views Bangladesh Logo

ধর্মঘট প্রত্যাহার করে খেলায় ফিরছে ঢাকার ৭৬টি ক্রিকেট ক্লাব

স্থিরতা কেটে স্বস্তি ফিরছে ঢাকার ক্রিকেটে। ধর্মঘট প্রত্যাহার করে খেলায় ফিরছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) আওতাধীন ৭৬টি ক্লাব। যে দাবি-দাওয়া নিয়ে এক জোট হয়ে ধর্মঘট ডেকেছিল ক্লাবগুলো, সেই দাবি-দাওয়া মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত শনিবার (২৫ জানুয়ারি) বিসিবির ১৭তম বোর্ড সভায় যে সিদ্ধান্ত হয়েছে, তাতে খুবই ইতিবাচক ক্লাবগুলো। দুই-এক দিনের মধ্যে সিসিডিএমের অর্ন্তভুক্ত ক্লাবগুলো এক জায়গায় বসে তাদের সিদ্ধান্ত নিয়ে বোর্ডকে জানাবে।

বিসিবির সিদ্ধান্তে তুষ্ট ক্লাবগুলো। এখন তারা খেলায় ফিরতে আগ্রহী। বিসিবির সঙ্গে ক্লাবগুলোর প্রতিনিধি দল বৈঠক করে প্রথম বিভাগ লিগ কবে থেকে শুরু করা যায়- এই নিয়ে আলাপ-আলোচনা করবে।

ক্লাব সূত্রে জানা গেছে, ধর্মঘট প্রত্যাহার করে যে খেলায় ফিরছে ক্লাবগুলো, সেটি একপ্রকার নিশ্চিত। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার বাকি।

সরকারের পটপরিবর্তনের পর ক্রিকেট বোর্ড চালাচ্ছেন ফারুক আহমেদ, নাজমুল আবেদীন ফাহিমরা। বোর্ডের নেতৃত্বে আসার পর ফারুক আহমেদ বিসিবির গঠনতন্ত্র সংশোধনের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেন। এই কমিটির প্রধানের দায়িত্ব পান নাজমুল আবেদীন ফাহিম। কমিটি বিসিবির গঠনতন্ত্র সংশোধনের কাজ চালিয়ে যাচ্ছিল এবং কিছু সংশোধনীরও প্রস্তাব করে। কিন্তু তাদের এই সংশোধনীর প্রস্তাব ফাঁস হয়ে যায়। সেখানে সুপারিশ করা হয় ঢাকার ক্রিকেট ক্লাবগুলোর কাউন্সিলর (৭৬ থেকে ৩০) ও বিসিবি পরিচালনা পর্যদের আসা তাদের পরিচালকের সংখ্যা কমানোর (১২ থেকে ৪)। এতেই ফুঁসে উঠে ঢাকার ক্লাবগুলো।

এ নিয়ে গত ১৪ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে ঢাকার ৭৬টি ক্লাবের মধ্যে ৬৭টি ক্লাব একটি মতবিনিময় সভার আয়োজন করে। সেখানে সকল প্রকার লিগ বর্জনের হুমকি দিয়ে বিসিবি গঠনতন্ত্র সংশোধনী কমিটির প্রধান নাজমুল আবেদীন ফাহিমের পদত্যাগ চেয়ে কাউন্সিলর ও পরিচালক সংখ্যা বাড়ানোর দাবি করে ক্লাবগুলো। এরপর বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে সাক্ষাত করে ক্লাবগুলোর প্রতিনিধি দল, একটি স্মারক লিপিও দেয় তারা। এর প্রেক্ষিতে সর্বশেষ বিসিবির সভায় পরিচালকরা একমত হয়ে সিদ্ধান্ত নিয়ে গঠনতন্ত্র সংশোধনের কমিটি স্থগিত করে দেয়।

সভাশেষে বিসিবি পরিচালক মাহবুবুল আনাম বলেছেন, কমিটির কার্যক্রম নিয়ে কিছু সমস্যার সৃষ্টি হওয়ায় প্রয়োজনীয় পরিবর্তন ও পরিবর্ধনের পর সংশ্লিষ্টদের সবার মতামত নিয়ে নতুন করে তাদের কাজের পরিধি ঠিক করা হবে।

এক প্রশ্নের জবাবে মাহবুবুল আনাম আরো বলেন, ‘কমিটি তাদের প্রস্তাব এখনো বিসিবিতে জমা দেয়নি, মন্ত্রণালয় বা সরকারের কাছেও জমা দেয়নি। তারা বলেছেন, প্রস্তাব নিয়ে যেসব কথা বাইরে এসেছে, সেসব সঠিক নয়।’ গঠনতন্ত্র সংশোধনী কমিটির কার্যক্রম নিয়ে যে নেতিবাচক আলোচনা শুরু হয়েছে চারদিকে, সেটি থামানোর জন্যই কমিটি স্থগিত করা হয়েছে বলে জানান মাহবুবুল আনাম।

গত ২০ জানুয়ারি থেকে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ঢাকার ক্লাবগুলো ধর্মঘট ডাকার কারণে লিগ স্থগিত হয়ে যায়। ফলে অনিশ্চিয়তার মুখে পড়েন ক্রিকেটাররা। এরপর বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে ক্রিকেটাররা তাদের অনিশ্চিত ভবিষ্যতের কথা জানান। বোর্ড প্রধান তাদের আশ্‌বস্ত করেন যে, দ্রুত লিগ শুরু করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি।

বোর্ড সভার সিদ্ধান্তের পর এবার আশা করা হচ্ছে, প্রথম বিভাগ লিগ দ্রুতই শুরু হবে।

সিসিডিএম প্রধান সালাহউদ্দিন চৌধুরী বলেছেন, এ ব্যাপারে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে বোর্ডকে জানাবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ