Views Bangladesh Logo

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৭৬৯ জন

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৭৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে মোট ১ হাজার ৩৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশের সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ৭৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, গতকাল থেকে আজ পর্যন্ত এই বিশেষ অভিযান ও অন্যান্য অভিযানে মোট ১ হাজার ৩৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

এ সময় অভিযানে একটি দেশীয় একনলা বন্দুক, দুটি কার্তুজ, চারটি চাপাতি, দুটি রামদা, একটি ছুরি, একটি এলজি (শটগান) এবং একটি কাঁচি উদ্ধার করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ এ অভিযান ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। এর আগে, ৭ ফেব্রুয়ারি গাজীপুরে ছাত্র ও সাধারণ মানুষের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটে। এই হামলায় বেশ কয়েকজন আহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট শুরু হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ