Views Bangladesh Logo

নেক্সাস টিভিতে সাতদিনের ঈদ আয়োজন

দ-্উল ফিতর উপলক্ষে বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল নেক্সাস টেলিভিশন আয়োজন করেছে সাতদিনের বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। বিশেষ অনুষ্ঠানমালায় রয়েছে সিনেমা, বিনোদনমূলক টকশো, রূপচর্চা বিষয়ক অনুষ্ঠান ও গানের অনুষ্ঠান।

ঈদ আয়োজনে গানে গানে মাতাবেন ফিউশন ও লোকসংগীতশিল্পী পাঞ্জাবিওয়ালা খ‍্যাত শিরিন, এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী শিষপ্রিয়া অবন্তী সিঁথি, সংগীতশিল্পী রুমানা ইসলাম, লালনকন‍্যা বিউটি, লোকসংগীতশিল্পী এলিজা পুতুল, মিষ্টি কণ্ঠের এ প্রজন্মের শিল্পী শবনম প্রিয়াংকা ও বোন রীতা মন্ডলকে নিয়ে প্রথমবারের মত গান করবেন লোকসংগীতশিল্পী ডলি মন্ডল ।

চাঁদরাতে গান শোনাবেন সংগীতশিল্পী আর্নিক ও প্রিয়। ড. জাকিয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহমুদুল হাসান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ