৮ ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। তবে ৮টি ব্যাংক প্রবাসীদের রেমিট্যান্সের এক টাকাও দেশে আনতে নিজেদের চ্যানেলকে আকৃষ্ট করতে পারেনি।
শূন্য রেমিট্যান্স আদায়কারী ব্যাংকগুলোর মধ্যে রয়েছে- রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। আর বেসরকারি তিন ব্যাংকের মধ্যে রয়েছে- সিটিজেন ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক ও পদ্মা ব্যাংক।
চারটি বিদেশি ব্যাংক হলো— হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং উরি ব্যাংক।
ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশ ঐতিহাসিক ৩২৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পেয়েছে। উৎসবের পরেও রেমিট্যান্স আহরণের এই গতি অব্যাহত রয়েছে।
শুধু এপ্রিল মাসের প্রথম ১৯ দিনেই প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৭৮ কোটি ডলার।
যার গড় দৈনিক রেমিট্যান্স এসেছে ৯ কোটি ডলার (প্রায় ১ হাজার ১০৪ কোটি টাকা); কিন্তু এই আটটি ব্যাংকের কোনোটিই এ সময়ে দেশে আসা রেমিট্যান্সের কোনো অংশ পায়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে