Views Bangladesh

Views Bangladesh Logo

ভারতে ৮ জঙ্গি গ্রেপ্তার

VB Desk,  International

ভিবি ডেস্ক, আন্তর্জাতিক

শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

ধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অনুগত একটি চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ।

কর্তৃপক্ষ জানায়, দেশটির চারটি রাজ্য থেকে তাদের আটক করা হয়। এই জঙ্গিরা আইইডি বিস্ফোরণের চক্রান্ত করছিল বলে দাবি করেন কর্মকর্তারা।

সংবাদমাধ্যম জানায়, মোট ১৯টি আস্তানায় অভিযান চালিয়েছিল এনআইএ। এর মধ্যে রয়েছে কর্নাটক রাজ্যের বল্লরি ও বেঙ্গালুরু, মহারাষ্ট্রের পুনে ও মুম্বাই, ঝাড়খন্ডের বোকারো এবং দিল্লি।

অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক যেমন সালফার, পটাসিয়াম নাইট্রেট ও গানপাউডার জব্দ করা হয়েছে। এ ছাড়া ভারী অস্ত্র ও জিহাদি বইপত্র পাওয়া গেছে বলে জানিয়েছে এনআইএ।

পুলিশ বলছে, আইএস অনুগত ভারতীয় এই চক্রটি বল্লরিতে সক্রিয়। এই দলের মূল হোতা মোহাম্মদ সুলাইমান মিনহাজ। তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গত সপ্তাহে বল্লরি চক্রটির বিরুদ্ধে মামলা দায়ের হয়। এরপর থেকেই জঙ্গিদের ধরতে রাজ্য পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে একযোগে কাজ করছিল এনআইএ।

গত সপ্তাহেই মহারাষ্ট্রের ৪০ আস্তানায় অভিযান চালিয়ে এরকমই একটি চক্রের হোতাসহ ১৫ জঙ্গিকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল এনআইএ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ