বেইলি রোডে রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট
রাজধানীর বেইলি রোডে একটি রেস্টুরেন্টে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট।
সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সর্ম্পকে জানা যায়নি।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬টা ৫৮ মিনিটে। শুরুতে ৩টি ইউনিট কাজ শুরু করে, পরে আরও ৫টি ইউনিট যোগ দেয়।
আগুন কীভাবে লেগেছে, তা এখনো জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত বছরের ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রীন কোজি কটেজ ভবনে ভয়াবহ আগুনে ৪৬ জন প্রাণ হারান। সেদিন ভবনের একাধিক রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিলেন অনেকে। ধোঁয়ার কারণে বেশিরভাগ মানুষ দম বন্ধ হয়ে মারা যান। নিহতদের মধ্যে নারী ও শিশুও ছিল।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আজকের আগুন বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারের নিচতলার একটি রেস্টুরেন্টে লেগেছে। ভবনটির উপরের তলাগুলোতে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে