Views Bangladesh

Views Bangladesh Logo

এস আলম মিলের ৮০ শতাংশ চিনি রক্ষা করা গেছে: ফায়ার সার্ভিসের ডিজি

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪

ট্টগ্রামে আগুনে পুড়ে যাওয়া এস আলম রিফাইন্ড সুগার মিলের গুদামের ৮০ শতাংশ অপরিশোধিত চিনি রক্ষা করা গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে চট্টগ্রামে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘কারখানায় এক লাখ মেট্রিক টন চিনির কাঁচামাল মজুত ছিল। এর মধ্যে ৮০ শতাংশ রক্ষা করা সম্ভব হয়েছে।’

ফায়ার সার্ভিসের ডিজি বলেন, ‘সেনা, নৌ ও বিমান বাহিনীর ১৮টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কিছু কিছু জায়গায় এখনো হালকা আগুন দেখা যাচ্ছে। আজ বিকেলের মধ্যে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হবে।’

মো. মাইন উদ্দিন আরও বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হওয়ার কারণ হলো, যে কাঁচামালগুলো ছিল সেগুলো দাহ্য। পানি দেওয়ার পরও সেগুলো আবার জ্বলে ওঠে।’

প্রসঙ্গত, গত সোমবার (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন এলাকায় ওই চিনি কারখানায় আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় ৫টি ফায়ার স্টেশনের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনা, নৌ, বিমান বাহিনী ও কোস্ট গার্ড।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ