Views Bangladesh Logo

শাহজালাল বিমানবন্দরে ৮ কেজি কোকেনের চালান জব্দ

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮ কেজি ৩০০ গ্রাম কোকেন জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় চালান। এ সময় কোকেনসহ মালাউইর এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ডিএনসির তেজগাঁও অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএনসির পরিচালক (অপারেশন্স) তানভীর মমতাজ।

তিনি বলেন, মাদকের এই চালানটি আফ্রিকার দেশ ইথিওপিয়া থেকে বাংলাদেশে আসা মালাউইয়ান নারী নোমথানডাজো তোয়েরা সোকো (৩৫) বহন করছিলেন।

তানভীর মমতাজ বলেন, বাংলাদেশকে মাদকদ্রব্যের ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। যার দেশে কোনো চাহিদা নেই।

তিনি জানান, সোকো প্রথমে মালাউই থেকে ইথিওপিয়ায় যান। পরে তিনি ইথিওপিয়া থেকে দোহায় চলে আসেন। এরপর দোহা থেকে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে বাংলাদেশে আসেন তিনি। ৪ ফেব্রুয়ারি তার মালাউই যাওয়ার কথা ছিল।

তানভীর মমতাজ বলেন, ‘আমাদের বিশ্বাস তাওয়েরা সোকো মালাউই বা ইথিওপিয়া থেকে কোকেনের এই চালান সংগ্রহ করেছিল।’

সোকো বাংলাদেশে কার কাছে কোকেন হস্তান্তর করতে এসেছিল? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএনসির পরিচালক বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিমানবন্দরের নীচ তলায় ভিসা অন অ্যারাইভেল ডেস্কে দীর্ঘক্ষণ ধরে অবস্থান করছিলেন নোমথেনডাজো তাওয়েরা সোকো নামে এক বিদেশি নারী। এ সময় তার গতিবিধি পর্যবেক্ষণ করে সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন লাগেজে অবৈধ মাদকদ্রব্য কোকেন আছে। পরবর্তীতে তার লাগেজ থেকে ৮ কেজি ৩০০ গ্রাম সলিড কোকেন জব্দ করা হয়। জব্দকৃত কোকেনের আনুমানিক বাজার দর ১০০ কোটি টাকার ওপরে।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সোকো জানায়, ২০২৩ সালে গার্মেন্টস-সম্পর্কিত কিছু ব্যবসা নিয়ে একবার বাংলাদেশে এসেছিলেন। এবারও তিনি বাংলাদেশের একটি গার্মেন্টসের আমন্ত্রণপত্র নিয়ে আসেন। অন অ্যারাইভাল ভিসা নেওয়ার জন্য তিনি তার পরিচয় লুকিয়ে গার্মেন্টস ব্যবসার নাম করে বাংলাদেশে ঢোকেন।

সোকো মালউতে পেশায় একজন নার্স। তিনি মূলত কোকেনের এ চালানের বহনকারী। বাংলাদেশে থাকা বিদেশি নাগরিকের কাছে এ চালান পৌঁছে দিয়ে নিজ দেশে চলে যাওয়ার পরিকল্পনা ছিল সোকোর। আমরা একজন বিদেশিকে সন্দেহ করছি। তদন্তের স্বার্থে এ বিষয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না, আমরা আশা করি চক্রটিকে ধরতে পারব।







মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ