মৌরিতানিয়ায় নৌকাডুবির ঘটনায় ৮৯ অভিবাসীর মৃত্যু
চলতি সপ্তাহের শুরুতে মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় ইউরোপগামী প্রায় ৯০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) এ তথ্য জানায় জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ও স্থানীয় এক কর্মকর্তা। যদিও এ ঘটনায় আরও কয়েক ডজন নিখোঁজ রয়েছেন।
বার্তা সংস্থাটি জানিয়েছে, ‘সোমবার (১ জুলাই) আটলান্টিক মহাসাগরের উপকূলে ডুবে যাওয়া একটি বড় মাছ ধরার নৌকা থেকে ৮৯ জনের মরদেহ উদ্ধার করেছে মৌরিতানিয়ার উপকূলরক্ষীরা।’
সংস্থাটি আরও জানায়, নৌকাটি দেশটির দক্ষিণ-পশ্চিম শহর এনডিয়াগো থেকে প্রায় চার কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে ডুবে যায়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে