Views Bangladesh Logo

নিউইয়র্কে ইলন মাস্কবিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার ৯

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইলন মাস্কবিরোধী বিক্ষোভ  থেকে অন্তত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ফেডারেল সংস্থাগুলোর কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তে ইলন মাস্কের ভূমিকার প্রতিবাদে শনিবার (১ মার্চ) দেশটির নিউইয়র্ক সিটির টেসলা শোরুমের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনকালে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, শত শত মানুষের অংশগ্রহণে এই বিক্ষোভটি ‘টেসলা টেকডাউন’ নামে পরিচিত একটি দেশব্যাপী প্রতিবাদের অংশ। ধনকুবের ইলন মাস্ককে লক্ষ্য করে এই আন্দোলন, যিনি ট্রাম্প প্রশাসনের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ (ডিওজিই) পরিচালনা করছেন।


প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীরা ফ্লোরিডার জ্যাকসনভিল, অ্যারিজোনার টাকসনসহ বিভিন্ন শহরের টেসলা শোরুমের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন। এ সময় তাদের হাতে প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ড লেখা ছিল- "একটি টেসলা পোড়াও, গণতন্ত্র বাঁচাও" এবং "আমেরিকায় স্বৈরাচার চলবে না"।

খবরে আরও বলা হয়, বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের আকার ছোট করতে নেয়া উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন। যার ফলে হাজারো কর্মী চাকরিচ্যুত হন এবং শত শত সাহায্য চুক্তি ও ফেডারেল লিজ বাতিল করা হয়। 


টেসলা এবং হোয়াইট হাউসের পক্ষ থেকে এই বিষয়ে এখনো  কোনো মন্তব্য করা হয়নি।

এদিকে কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চাকরিচ্যুত কর্মীদের পুনরায় ফিরিয়ে আনতে ফেডারেল সংস্থাগুলোকে বাধ্য করা হয়। তাদের মধ্যে রয়েছেন বার্ড ফ্লু মহামারী মোকাবিলায় কাজ করা বিজ্ঞানীরা এবং পারমাণবিক অস্ত্র কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। এর পর থেকে ২৩ লাখ ফেডারেল কর্মীর মধ্যে অন্তত ১ লাখ কর্মী চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন বা বরখাস্ত হন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ