Views Bangladesh Logo

ফোর্বস ‘থার্টি আন্ডার থার্টি’র তালিকায় ৯ বাংলাদেশি

 VB  Desk

ভিবি ডেস্ক

শিয়ার ৩০ বছরের কম বয়সী উদ্যোক্তা ও সমাজ পরিবর্তনকারীদের (চেঞ্জমেকার) নিয়ে ‘থার্টি আন্ডার থার্টি’ নামে একটি তালিকা প্রকাশ করেছে মার্কিন ম্যাগাজিন “ফোর্বস”। তাদের তৈরি করা এই তালিকায় এবারও স্থান করে নিয়েছে বাংলাদেশি ৯ তরুণ।

৩০ বছর বয়সের আগে ব্যবসা-বাণিজ্যে বিশেষ অবদানের জন্য ২০১১ সাল থেকে এ তালিকা প্রণয়ন করে আসছে ফোর্বস। গত কয়েক বছর ধরে উদ্ভাবনী শক্তি ও অবদানের জন্য ম্যাগাজিনটির প্রকাশিত তালিকায় যুক্ত হচ্ছেন বাংলাদেশি তরুণরা। এ বছরও কলা, প্রযুক্তি, মিডিয়া ও ফিনান্স ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন বাংলাদেশি ওই তরুণরা।

তারা হলেন- আনুশা আলমগীর, মেহেদি স্মরণ (হ্যালো টাস্ক), রেদোয়ান আহমেদ, মো. শহিদুল ইসলাম, আব্দুল গাফফার সাদী এবং মো. তুষার (দ্রুত লোন), সুলতান মনি, মুমতাহিনা আনিকা (জাতিক) ও ফাহাদ আহমেদ (উইন্ড অ্যাপ)।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ